বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ১১:১৬:৩৫

সেলফি তুলে গিয়ে হাতির পায়ে পিষে মৃত্যু হল যুবকের

সেলফি তুলে গিয়ে হাতির পায়ে পিষে মৃত্যু হল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : ফের সেলফি উন্মাদনার বলি হল এক যুবক। হাতির সঙ্গে সেলফি তোলার ইচ্ছা জেগেছিল তার। পরিণামে নেমে এল ভয়ানক মৃত্যু। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর বানেরঘাটা জীব উদ্যানে। হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে হাতির পায়ের পিষে মৃত্যু হল বেঙ্গালুরুর গিরিনগর এলাকার বাসিন্দা বছর তিরিশের অভিলাষের।

পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক ছুটি থাকার কারণে মঙ্গলবার ওই উদ্যান বন্ধ ছিল। বিকেলে ওই উদ্যানের পিছনের দিকে হাক্কি-পিক্কি কলোনির কাছে বাইক রেখে দুই বন্ধুকে নিয়ে অবৈধ ভাবে সেখানে প্রবেশ করেন অভিলাষ। প্রথমে রাউডি রাঙ্গা এবং ঐরাবত নামে দু'টি হাতির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন তারা। এরপর এগিয়ে যান সুন্দর নামে একটি পুরুষ হাতির সামনে। গোল বাধে সেখানেই। হঠাত্‍ই আক্রমণ করে বসে হাতিটি। শুঁড়ে পেঁচিয়ে পায়ের তলায় পিষে দেয় অভিলাষকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে উদ্যান কর্তৃপক্ষের সহায়তায় অভিলাষকে ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই দেহ শনাক্ত করেন তার পরিবারের লোকজন। ঘটনায় উদ্যান কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে পুলিশে ডায়েরিও করেছেন তারা। যদিও কর্তৃপক্ষের দাবি, অবৈধ ভাবেই সে দিন উদ্যানে প্রবেশ করেছিলেন অভিলাষ ও তার বন্ধুরা। আনন্দবাজার

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে