আন্তর্জাতিক ডেস্ক : আরো একবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা সরতাজ আজিজকে কটাক্ষ করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। এবার তাকে সঙ্গ দিলেন এক পাকিস্তানী মহিলা।
টুইট করে ওই পাকিস্তানী মহিলা সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানিরা আদৌ জানেন না যে পাকিস্তানে সরতাজ আজিজ নামে বিদেশ দপ্তরের কোনও প্রধান রয়েছে বলে। সেইসঙ্গে তার মেডিক্যাল ভিসার জন্য নিজে থেকে উদ্যোগ নেওয়া সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা।
পাকিস্তানি মহিলা যার টুইটার অ্যাকাউন্ট হিজাব আসিফ নামে, দিন কয়েক আগে সুষমা স্বরাজকে টুইট করে জানান, তার এক নিকট আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এবং অবিলম্বে চিকিত্সার জন্য ভারতে প্রয়োজন। নিয়ম অনুযায়ী, পাকিস্তানি নাগরিকের মেডিক্যাল ভিসা পেতে পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা সরতাজ আজিজের কাছ থেকে একটি চিঠি নিতে হয়।
এক্ষেত্রে সুষমা সরাসরি হিজাব আসিফের কাছে জানতে চান, সরতাজ আজিজ তাকে কোনও চিঠি দিয়েছেন কিনা। কিন্তু কোনও চিঠি দেওয়া হয়নি জানতে পেরে সুষমা নিজেই উদ্যোগ নিয়ে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনকে হিজাব আসিফের মেডিক্যাল ভিসার ব্যবস্থা করতে বলেন। হিজাব আসিফ বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের যে সরতাজ আসিফ নামে কোনও ব্যক্তি রয়েছে, তাই বেশিরভাগ পাকিস্তানি জানে না।
এখানেই থেমে না থেকে আসিফ নিজের দেশের রাজনৈতিক নেতাদেরই সমালোচনা করেছেন। টুইট করে তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তান সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন। সেইসঙ্গে তিনি আরও বলেছেন, পাকিস্তানিরা ভারত ও ভারতীয়ের ঘৃণা করে না।
সরতাজ আজিজকে একহাত নেওয়ার পাশাপাশি সুষমা স্বরাজের ভূয়সী প্রশংসা করেছেন হিজাব আসিফ। সুষমা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে হয়ত পাকিস্তান অন্যরকম হত বলে টুইট করেছেন হিজাব। সেইসঙ্গে সুষমাকে সুপারওম্যান বলেও বর্ণনা করেছেন তিনি।
এমটিনিউজ/এসএস