শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৫:১৮:১১

নওয়াজের ক্ষমতা হারানোয় ইমরান খানের সাবেক স্ত্রীর সন্তুষ্টি

নওয়াজের ক্ষমতা হারানোয় ইমরান খানের সাবেক স্ত্রীর সন্তুষ্টি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আদালতের রায়ের পর পদত্যাগে বাধ্য হয়েছেন। আর দেশটির সর্বোচ্চ আদালতের এই রায়ে উচ্ছ্বসিত পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

সম্প্রতি এক টুইট বার্তায় ব্রিটিশ সাংবাদিক জেমিমা বলেন, দ্বিতীয় সন্তানের গর্ভবতী থাকাকালে এই নওয়াজ শরিফের সরকার তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করেছিল।

নওয়াজ শরিফকে ভালোভাবেই ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করে পাকিস্তানের সাবেক অধিনায়কের স্ত্রী জেমিমা বলেন, যিনি ১৯৯৯ সালে চোরাচালের জন্য আমাকে জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন, যখন আমার গর্ভে দ্বিতীয় সন্তান ছিল।

প্রসঙ্গত, জেমিমা ও ইমরানের দ্বিতীয় সন্তান কাসিম ভূমিষ্ঠ হয় ১৯৯৯ সালের এপ্রিল মাসে। তবে ২০০৪ সালে ৯ বছরের তাদের বিবাহ বন্ধনের সমাপ্তি ঘটে। সূত্র : ডন
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে