রোমানিয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার রাজধানীর কোলেকটিভ নামের একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ২৭ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।
বিবিসি জানায়, রাত ১১টার দিকে কোলেকটিভ নামের নৈশক্লাবটিতে আগুন লাগে। এ সময় সেখানে কয়েক শ' মানুষ উপস্থিত ছিলেন। ‘গুডবাই টু গ্র্যাভিটি’ নামের একটি ব্যান্ডদলের নতুন অ্যালবামের প্রচারে অনুষ্ঠান চলছিল।
ক্লাবের মধ্যে অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর সময় সেখান থেকে বিস্ফোরনের ঘটনায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী দলের প্রধান রায়েদ আরাফাত জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ১৫৫ জন মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, ক্লাবের মধ্যে সে সময় আতশবাজি পোড়ানো হচ্ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভিক্টর আইওনেসকু স্থানীয় টিভি চ্যানেল অ্যান্টেনা ৩-কে বলেন, ধোঁয়ায় অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। হুড়োহুড়ি করে সরতে গিয়ে অনেকে পড়ে যায়।
ঘটনার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল অপেরা বলেছেন, এ বিষয়ে জাতীয় দুর্যোগ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এদিকে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস ইউহান্নিস এ বিষয়ে ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে এ রকম দুর্ঘটনায় শোকাহত তিনি।
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�