২২৪ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
আন্তর্জাতিক ডেস্ক : মিসরে সিনাই উপদ্বীপের ওপর ভেঙে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। রাশিয়াগামী বিমানটিতে ২১৭ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের মধ্যে অধিকাংশই রুশ পর্যটক।
মিসরের প্রধানমন্ত্রীর দফতর সূত্রের বরাত দিয়ে এবিপি এ খবর দিয়েছে
শরম-এল-শেখের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সিনাই উপদ্বীপের ওপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই সেটি ভেঙে পড়ে।
মিসরের অসামরিক পরিবহন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার একটি কোম্পানির ওই চার্টার্ড বিমানে ২১৭ যাত্রী ছাড়াও সাতজন কর্মী ছিলেন।
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�