শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৪:৫০:৪৫

ফের গ্রিসে নৌকাডুবি, শিশুসহ মৃত ২২

ফের গ্রিসে নৌকাডুবি, শিশুসহ মৃত ২২

আন্তর্জাতিক ডেস্ক : একই দিনে পরপর দুটি নৌকাডুবির ঘটনা ঘটল গ্রীসে। এই দুটি নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। এখনও পর্যন্ত ১৪৪ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে চার নবজাতক এবং নয় জন শিশু ছিল। দুটি ঘটনাই ঘটেছে ঈজিয়ান সাগরে। এই নিয়ে চলতি সপ্তাহে দুটি বড় নৌকাডুবির ঘটনা ঘটল বলে উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে। জানা গিয়েছে, এদিন ভোরে জলপথে তুরস্ক পেরিয়ে গ্রীসে যাচ্ছিলেন প্রায় হাজার শরণার্থী। প্রতিটি নৌকাতেই অতিরিক্ত যাত্রী উঠেছিল। এরকমই অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা পূর্ব ঈজিয়ান সাগরে কালিমনোস দ্বীপের কাছে বাঁক নিতে গিয়ে উল্টে যায়। মৃত্যু হয় ১৯ জনের। তবে ১৩৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে রোডিওস দ্বীপে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। এই নৌকার ছয় যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত তিনজনের খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত বুধবার গভীর রাতে লেসবস দ্বীপের কাছে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৭৪ জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে এবছর ৫০ হাজারের বেশি মানুষ গ্রিস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছে। ৩১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে