বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০১:১৭:১৫

ভয়ঙ্কর যুদ্ধে উত্তর কোরিয়াকে শেষ করে দিতে প্রস্তুত ট্রাম্প

ভয়ঙ্কর যুদ্ধে উত্তর কোরিয়াকে শেষ করে দিতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নতুন নতুন অস্ত্র বানানোর আগে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন এক রিপাবলিকান সেনেটর। মার্কিন সেনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক সংবাদমাধ্যমে বলেন, উত্তর কোরিয়ার মিলিটারি প্রোগ্রাম তথা গোটা উত্তর কোরিয়াটাকে উড়িয়ে দিতে সামরিক উপায়ই নিতে হবে।

গত সপ্তাহে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটি নতুন আইসিবিএম বা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেন। এমনকি সেই মিসাইল আমেরিকায় আঘাত করতে পারবে বলেও দাবি করেন কিম জং উন। এই পরিপ্রেক্ষিতেই গ্রাহাম জানান, চিন যদি উত্তর কোরিয়ার এই ঔদ্ধত্য কমাতে চাপ না দেয় তাহলে আমেরিকা মিলিটারি অ্যাকশন নিতে বাধ্য হবে।

গ্রাহাম বলেন, তাঁর সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেছেন, আমেরিকাকে মিসাইলে আঘাত করতে চাইলে যুদ্ধই হবে উত্তর কোরিয়ার সঙ্গে। সামরিক বা কূটনৈতিকভাবে পিয়ংইয়ংকে থামাতে চান তিনি।

গ্রাহামের মতে যদিও কূটনৈতিক পথটাকেই বেশি গুরুত্ব দিতে চান ট্রাম্প তবে পরমাণু বোমা নিয়ে আমেরিকার দিকে মিসাইল উড়ে আসবে, এটা কোনোভাবেই মেনে নেবেন না তিনি।-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে