বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০৪:২৭:২৭

নতুন প্রেম, তাই সাবেক প্রেমিকার দেহ টুকরো করলো পাষন্ড প্রেমিক

নতুন প্রেম, তাই সাবেক প্রেমিকার দেহ টুকরো করলো পাষন্ড প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে 'লিভ-ইন' করছেন নতুন প্রেমিকা ক্যাটরিনা লেটন। ব্যবহার করছেন সাবেক প্রেমিকার ফোন, আদর করছেন সাবেক প্রেমিকার কুকুরকে। অথচ বেশ কিছুদিন ধরে কোনও খোঁজই নেই ওহিও-র বাসিন্দা অর্তুরো নোভোয়ার সাবেক প্রেমিকার ।

সাবেক প্রেমিকা শ্যানন সম্পর্কে অবশ্য কোনও হেলদোল নেই নোভোয়ার। কারণ পুলিশের দাবি নোভোয়াই খুন করেছে সাবেক প্রেমিকাকে। নোভোয়া সাবেক প্রেমিকা শ্যাননকে খুন করে, তার দেহ টুকরো টুকরো করে মাংসের খণ্ডের মত বানিয়ে রাখে। সেই মাংসল খণ্ডকে বাড়ির রেফ্রিজারেটরে ঢুকিয়ে রাখে নোভোয়া।

এরপর, ফ্রিজটিকে বাড়ির নিচের তলায় নামানোর জন্য বাড়িওয়ালার স্ত্রীকে আবেদন করে নোভোয়া। তখনই ফ্রিজের মধ্যে মাংসর প্যাকেটগুলি দেখে সন্দেহ হয় বাড়িওয়ালার স্ত্রীর। তিনি পুলিশে খবর দিলে, পুলিশ শ্যাননের দেহ লোপাটের অভিযোগে গ্রেফতার করে নোভোয়া ও তার নতুন প্রেমিকা ক্যাটরিনাকে।

পুলিশের দাবি, রাতারাতি শ্যাননের দেহ লোপাট করার জন্য নোভোয়াকে সাহায্য করে ক্যাটরিনা। শ্যাননের মৃত্যুর পর, শ্যাননের মতো করে জীবন কাটাতে শুরু করে ক্যাটরিনা। খানিকটা শ্যাননের জীবনকে নিজের জীবনে একাত্ম করতে চেয়েছিলেন ক্যাটরিনা, এমনই অনুমান পুলিশের। যদিও এখনও ঘটনায় অনেক দূর পর্যন্ত তদন্ত বাকি বলে দাবি পুলিশের।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে