আন্তর্জাতিক ডেস্ক : প্রেম এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে অতীতে অনেক বার বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান ক্রিকেটের এক সময়ের 'ফ্ল্যামবয়েন্ট বয়' ইমরান খান। কিন্তু ক্রিকেট বা রাজনীতির জীবনে তার বিরুদ্ধে এমন অভিযোগ এর আগে কখনও ওঠেনি।
ইমরানের বিরুদ্ধে 'অশ্লীল' মেসেজ পাঠানোর বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর পার্টিরই এক নেত্রী আয়েশা গুলালাই। ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাই-এর অভিযোগ, ইমরান নিয়মিত তাকে অশালীন মেসেজ পাঠান।
শুধু তাই নয়, ইমরানের দলে মহিলাদের কোনও সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন আয়েশা। আয়েশার দাবি, ২০১৩-র অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন মেসেজ ও ইঙ্গিত দিয়েই চলেছেন ইমরান। মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও মহিলা, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।
স্বয়ং ইমরাম খানের এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তার দলের প্রবীণ মেত্রী শিরিন মাজারি, আয়েশার আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার পাল্টা দাবি, আয়েশা বহু দিন ধরেই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন।
ইমরানকে হেনস্থা করার জন্যেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন। একই সঙ্গে শিরিনের দাবি, ইমরানের দলে মহিলাদের যথাযথ সম্মান দেওয়া হয়। তাই ভিত্তিহীন এই অভিযোগ খতিয়ে দেখার জন্যে কোনও দলীয় তদন্তেরও প্রয়োজন নেই।
এমটিনিউজ/এসএস