বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০৫:২১:৫৭

অন্য ধর্মের যুবতীর সঙ্গে প্রেম করার অপরাধে মুসলিম যুবককে গণপিটুনি!

অন্য ধর্মের যুবতীর সঙ্গে প্রেম করার অপরাধে মুসলিম যুবককে গণপিটুনি!

আন্তর্জাতিক ডেস্ক : ভিন ধর্মের এক যুবতীর সাথে সম্পর্ক। এই অপরাধে প্রবল জনরোষের মুখে পড়তে হল ভারতের ঝাড়খণ্ডের এক যুবককে। শরীরের পোশাক খুলে ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই মন্টু যাদব নামে স্থানীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার কাথারা এলাকায়।

আক্রান্ত ওই যুবকের নাম মোহাম্মদ শাকির। বোকারো জেলার কাথারা এলাকারই বাসিন্দা তিনি। স্থানীয় এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় শাকিরের। কিন্তু, ওই যুবতী ভিনধর্মের। আর তা থেকে গণ্ডগোলে্র সূত্রপাত। জানা গিয়েছে, মঙ্গলবার এলাকারই একটি অফিসে ঘরে ওই যুবতীর সঙ্গে শাকিরকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

অফিস ঘরটি ঘিরে ফেলেন কয়েকশো মানুষ। অফিস ঘর থেকে শাকিরকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। এরপর তাকে নগ্ন করে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু উন্মুত্ত জনতাকে সামলাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকর্মীদের। শেষপর্যন্ত কোনওরকমে শাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শাকিরের শরীরের ভিতরে বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। মন্টু যাদব নামে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে