বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০২:২২:৩৬

রাগের মাথায় কিমকে son of a bitch বললেন প্রেসিডেন্ট

রাগের মাথায় কিমকে son of a bitch বললেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শাসক son of a bitch . যাবতীয় প্রটোকল শিকেয় তুলে এভাবেই কিম জং উনকে আক্রমণ করেছেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট৷ তাঁর মন্তব্য ঘিরে ছড়িয়েছে আলোড়ন৷ ফিলপিনো প্রেসিডেন্ট এর আগে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন৷

ম্যানিলায় একটি আন্তর্জাতিক সেমিনার চলছিল৷ সেখানে ভাষণ দেন দেশের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে৷ ভাষণে তিনি উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির কড়া সমালোচনা করছিলেন৷ আচমকা দেশটির সর্বময় শাসক কিম জং উনকে উদ্দেশ্য করে ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, ও একটা বোকা লোক৷ সে ভয়ঙ্কর খেলনা নিয়ে খেলছে৷ এটা বোকামি৷ তারপরে তিনি বলেন কিম জং উন হল son of a bitch .

বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রবার্ট দুতার্তে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে না যাওয়ার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ওই নোংরা রাষ্ট্রে আমি কেন যাব

ফিলিপাইন্সের মিন্দানাও দ্বীপে আইএস মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে৷ জঙ্গিদের নিশ্চিহ্ন করতে হিটলারের মতো কঠোর অবস্থান নেবেন বলেও জানিয়েছিলেন প্রেসিডেন্ট রবার্ট দুতার্তে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে