বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৫:১৪:৫৬

সাহায্যের হাত বাড়ালেন মমতা ব্যানার্জী, ফিরিয়ে দিলেন রাহুল-সোনিয়া

সাহায্যের হাত বাড়ালেন মমতা ব্যানার্জী, ফিরিয়ে দিলেন রাহুল-সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের সখ্য বহু পুরানো। রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যতই মমতার বিরুদ্ধে আক্রমণ শানাক না কেন, হাইকম্যান্ড কখনই মমতাকে চটায়নি। বরং উল্টো মমতার সঙ্গ দিয়ে এসেছে।

আর সেজন্যই পশ্চিমবঙ্গের তরফে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে মমতা যেমন সমর্থন করেছেন তেমনই রাজ্য থেকে দাঁড়ালে আহমেদ প্যাটেলকেও একইভাবে সমর্থন দিতেন বলে রাহুল গান্ধীকে জানিয়েছেন। তবে প্যাটেল গুজরাত থেকে দাঁড়িয়েছেন। ফলে মমতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল।

সামনের বছর গুজরাতে বিধানসভা নির্বাচন। ফলে সেদিক মাথায় রেখেই আহমেদ প্যাটেলকে গুজরাত থেকেই দাঁড় করিয়েছে কংগ্রেস। মমতা চাইছেন, সংসদে বিজেপিকে জবাব ফিরিয়ে দেওয়ার জন্য দক্ষ সংসদ প্রয়োজন। সেক্ষেত্রে দীর্ঘদিনের সাংসদ আহমেদ প্যাটেল যোগ্য প্রার্থী হতে পারতেন। সেজন্যই আগ বাড়িয়ে তার জেতা নিশ্চিত করতে বাংলা থেকে দাঁড় করানোর কথা বলেছিলেন।

গুজরাতে রাজ্যসভার তিনটি আসনে ভোট নিয়ে কংগ্রেস-বিজেপি জোর বিতর্কে শামিল হয়েছে। ছয়জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে। ফলে আহমেদ প্যাটেলকে জেতাতে বাকী বিধায়কদের কংগ্রেস শাসিত কর্ণাটকে নিয়ে আসা হয়েছে। যা নিয়ে আরও বড় বিতর্ক দানা বেঁধেছে।

গুজরাতে অমিত শাহ ও স্মৃতি ইরানি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। দুজনেই জিতবেন। বাকী একটি আসনে কংগ্রেসের জেতার সুযোগ রয়েছে। সেইজন্য আহমেদ প্যাটলকে সেখান থেকে জিতিয়ে গুজরাত বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হতে চাইছে কংগ্রেস।

তাই মমতার দেওয়া প্রস্তাব এবার ফিরিয়ে দিলেন রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে