শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৭:৩৩:১৯

‘একজন সন্ত্রাসীর অস্তিত্ব থাকতেও ক্ষমতা ছাড়ব না’

‘একজন সন্ত্রাসীর অস্তিত্ব থাকতেও ক্ষমতা ছাড়ব না’

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েনা সম্মেলনে কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট নিরসনের নয়া প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। একইসঙ্গে আমেরিকাসহ আরো কিছু দেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর দাবি জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতা ছাড়বেন না। খবর রেডিও তেহরান। খবরে বলা হয়, আসাদ বলেছেন, সিরিয়ার জনগণকে সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত করার স্বার্থে প্রয়োজনে একাকী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবো। সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে ভিয়েনায় একদিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন বাশার আসাদ। লেবাননের আদ-দিয়ার বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেছেন, আমি প্রয়োজনে বন্দুক হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং শেষ রক্তবিন্দু দিয়ে আমার দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। কিন্তু উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে সিরিয়ার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। প্রেসিডেস্ট বাশার আল-আসাদ বলেন, সন্ত্রাসীদের নির্মূল করার পর সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর প্রেসিডেন্ট নির্বাচনের ধরণ সম্পর্কে জনগণের মতামত চাওয়া হবে। তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে দামেস্কের পাশে থাকার জন্য রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে