আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পাক প্রেসিডেন্ট ডেনারেল পারভেজ মোশাররফ জানিয়েছেন, সামরিক শক্তিই পাকিস্তানকে ফের একবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে৷ কিন্তু গণতান্ত্রিক প্রশাসন এই পথের অন্তরায় হয়ে দাঁড়ায়৷ একটি সাক্ষাৎকারে পাকিস্তানের অবস্থা প্রসঙ্গে সাফ জানালেন তিনি৷
সূত্রের খবর, মোশাররফের মত যে, পাকিস্তানে সেনাশাসনই সর্বদা উন্নতি সাধন করেছে৷ যদি দেশে শান্তি-উন্নতি না আসে তাহলে নির্বাচন করে সরকার গড়ে তুলে কি হবে, এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, এর আগেও তিনি ভারতের ওপর পরমাণু হামলা নিয়ে এক বিস্ফোরক বক্তব্য পেশ করেছিলেন৷ তিনি জানিয়েছিলেন, ২০০১ সালে ভারতীয় সংসদে জঙ্গি হামলার পর, পরমাণু অস্ত্র হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ৷ কিন্তু ভারতের পাল্টা জবাবের ভয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করা থেকে পিছিয়ে আসা হয় বলেও জানান মোশাররফ৷
সূত্রের খবর, মোশাররফ এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে জানান যে, ২০০১ সালে ভারতের সংসদে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমস্যাকে ভিত্তি করেই ভারতের বিরুদ্ধে এই পরমাণু হামলার ছক কষেছিল পাকিস্তান, কিন্তু ভারতের প্রত্যুত্তরও যে সাংঘাতিক হবে সে কথা ভেবেই এই হামলা থেকে বিরত হয় পাকিস্তান৷
এমটিনিউজ/এসএস