আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে গিয়ে গাড়িবহর হামলার শিকার হয়েছেন বিরোধীদল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি। শুক্রবার বন্যাকবলিত বনাসকান্ঠা এলাকায় বন্যার্তদের সঙ্গে দেখা ও ক্রানসামগ্রি তুলে দিতে যান তিনি।
এ সময় তার গাড়ি লক্ষ করে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে রাহুলের গাড়ির কাঁচ ভেঙ্গে তার নিরাপত্তাকর্মী আহত হয়। গাড়ির সামনের সিটে বসায় অল্পের জন্য রক্ষা পায় রাহুল। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাহুল জানায় এ হামলা তাকে মানুষের কল্যাণ থেকে পিছু হটাতে পারবেনা।
এদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি এ ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে মন্তব্য করেন। তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
৫ আগষ্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর