শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ১০:০৮:২৮

নিরাপত্তা ইস্যুতে চীনের পাশে তুরস্ক : উদ্বিঘ্ন ভারত

নিরাপত্তা ইস্যুতে চীনের পাশে তুরস্ক : উদ্বিঘ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ইস্যুতে পারস্পরিক সহযোগিত আরও জোরদারের অঙ্গীকার করেছে তুরস্ক ও চীন। বৃহস্পতিবার বেইজিং-এ এক যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, চীনের নিরাপত্তাকে আমরা নিজেদের নিরাপত্তা হিসেবেই দেখি। তুর্কি ভূখণ্ডে আমরা অবশ্যই চীনবিরোধী কোনও তৎপরতা চালানোর সুযোগ দেবো না। চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তৈরি করা যে কোনও প্রতিবেদনের ব্যাপারেও তুরস্ক সজাগ থাকবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার এবং নিরাপত্তার মতো ইস্যু।

এদিকে, এমন এক সময় তুরস্ক ও চীন যৌথ ঘোষণা দিলো, যে সময় ভারতের সাথে চীনের সীমান্ত নিয়ে চরম উত্তেজনা চলছে। তাই এই যৌথ ঘোষণা অবশ্যই পর্যবেক্ষণে রাখছে নয়া দিল্লী।

২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই তুরস্কের পররাষ্ট্রনীতিতে বেশকিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। পশ্চিমা দুনিয়ার বাইরে গিয়ে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় রজব তাইয়্যেব এরদোয়ান-এর সরকার। সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে