রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ১২:৫০:১৯

ভবন থেকে ঝাঁপ দিয়ে পড়ে রোবটের আত্মহত্যা!

ভবন থেকে ঝাঁপ দিয়ে পড়ে রোবটের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জিএমবিবি নামক একটি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিল রোবট ‘নাইটস্কোপ কে-৫’। সম্প্রতি নিজে থেকেই ভবন থেকে নিচে ঝর্নার পানিতে লাফিয়ে পড়ে রোবটটি।

এ নিয়ে হাসি-তামাশায় মেতেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অনেকে রোবটটির আত্মার শান্তি কামনা করেছেন। রোবটটির ছবির সামনে ফুল ও স্মৃতিচারণমূলক লেখাও রেখে যাচ্ছেন। ঝর্নার পানিতে পড়ে থাকা রোবটটির ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

বিলাল ফারুকি নামের প্রতিষ্ঠানটির এক কর্মী ছবিটি শেয়ার করে লিখেছেন, আমাদের ডিসি অফিসের রোবটটি নিজ থেকেই পানিতে পড়ে গেছে। আমাদের বলা হয়েছিল উড়ন্ত গাড়ি দেওয়া হবে। তার বদলে আমাদের দেওয়া হয়েছে আত্মঘাতী রোবট।

নাইটস্কোপের তৈরি কে-৫ নিরাপত্তা রোবট ২০১৪ সালে বাজারে আসে। নিজ থেকেই চলাচলে সক্ষম ১৩৬ কেজি ওজনের ৫ ফুট লম্বা এই রোবটে রয়েছে চারটি ক্যামেরা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে