রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ১২:৫২:৫৬

শুধুমাত্র ভারতীয় ইঞ্জিনিয়ার বলেই চাকরি দিল না NASA

শুধুমাত্র ভারতীয়  ইঞ্জিনিয়ার বলেই চাকরি দিল না NASA

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি দশজনে নাসাতে চাকরি করেন চারজন ভারতীয়৷ অন্তত পরিসংখ্যান তাই বলছে৷ তবু শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে ফর্ম ফিলআপের পরে বলে দেওয়া হল নাসার এলিয়েন তাড়ানোর চাকরি করতে পারবে শুধুমাত্র আমেরিকানরাই৷

কয়েকদিন একটি খবর নজর কেড়েছিল সবার৷ এলিয়েন তাড়াতে হবে৷ আর এই কাজের জন্য NASA প্রতি বছর ১২৪,৪০৬ মার্কিন ডলার থেকে ১৮৭,০০০মার্কিন ডলার দেবে, অর্থাৎ, প্রায় ৮০লক্ষ থেকে ১কোটি ২০লক্ষ টাকা আপনি পেতে পারেন প্রতি বছর৷ নাসা এক কোটি টাকার উপর বেতন দিয়ে এলিয়েন তাড়ানোর পদে নিযুক্ত করতে চায় ইঞ্জিনিয়ার৷

এরপরই লখনউয়ের সইয়দ মহম্মদ নামে পেশায় ইঞ্জিনিয়ার এক ভারতীয় তরুন সেই পদের জন্য চাকরীপ্রার্থী হয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করেন৷ বিস্তর ফর্ম ফিল আপ পর্ব চলার পর তাঁকে জানিয়ে দেওয়া হয় এই পদের জন্য তিনি উপযুক্ত নন, কারণ এই পদে চাকরি করতে পারবে শুধুমাত্র আমেরিকায় বসবাসরত ব্যক্তি এবং আমেরিকানরাই৷ শুধুমাত্র ভারতীয় বলেই ইঞ্জিনিয়ারের চাকরির আবেদন ফেরাল NASA।

ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ভারতীয়দের হেনস্থা করার অভিযোগ উঠেছে বহুবার৷ ভারতীয়দের ভিসা সমস্যা এবং আমেরিকায় চাকরি বাঁচিয়ে টিকে থাকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ এমনকি আমেরিকায় দুস্কৃতীদের হাতে প্রানও গিয়েছে ভারতীয়র৷

এমন খবরও রয়েছে কানাডায় জন্মানো এক তরুনীকে শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভুত হওয়ায় আমেরিকায় প্রবেশ করতেই দেওয়া হয়নি৷ বর্ডারেই আটকে দেওয়া হয় তাঁকে৷ এবার NASAর বিরুদ্ধেও এমন অভিযোগে রীতিমত চমকে উঠতে হয়৷

যেখানে নাসায় এত ভারতীয় চাকরি করেন সেই নাসা কিনা বলছে শুধুমাত্র আমেরিকায় বসবাসরত বা আমেরিকি বংশোদ্ভুত নয় বলে কেউ এই এলিয়েন তাড়ানোর চাকরির যোগ্যই নয়৷

শিক্ষাগত যোগ্যতা দেখে প্রার্থীকে বাতিল করা হয় সাধারণত, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে আমেরিকি গভর্নমেন্টের কি ধারণা শুধুমাত্র আমেরিকিরাই এলিয়েন তাড়ানোর এই পদের চাকরির জন্য উপযুক্ত? যদি তাই হবে তাহলে বিজ্ঞপ্তিতে প্রথমেই কেন তা লিখে দেওয়া নেই?-কলকাতা24

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে