রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ০৬:০৯:৪৮

হোটেলের ঘরে সরকারি অফিসার, বিছানায় দুই নারী সঙ্গিনী

হোটেলের ঘরে সরকারি অফিসার, বিছানায় দুই নারী সঙ্গিনী

আন্তর্জাতিক ডেস্ক: চাকরি যায়নি। আপাতত পদ গিয়েছে। ক্যামেরা মিথ্যা বলে না। এটাকে সত্য মানলে বড় বিপদে আইএএস অফিসার নীরজ কুমার। তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট।

কিন্তু গত শুক্রবার হোটেলর ঘরে সঙ্গিনীদের নিয়ে তাঁর বেশ কয়েকটি আপত্তিকর অবস্থার ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তাই আপাতত বিতর্ককে সঙ্গী করে দিন কাটছে নীরজ কুমারের।

গত বৃহস্পতিবার থেকেই ছবিগুলি ছড়িয়ে পড়তে শুরু করে। শুক্রবারের মধ্যে তা এমন জায়গায় পৌঁছয় যে, জম্মু-কাশ্মীর প্রশাসন পদক্ষেপ করতে বাধ্য হয়। ২০১০ ব্যাচের আইএএস অফিসার নিজের কাজের ক্ষেত্রে বেশ কর্তব্যপরায়ণ ছিলেন বলেই জানা গিয়েছে। অনেক দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে তাঁর চারিত্রিক দৃঢ়তা নিয়ে।

জম্মু ও কাশ্মীর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘বিষয়টি সামনে আসতেই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ছবিগুলি সত্যি না তৈরি করা। তদন্ত শুরু হয়েছে।’’ রাজ্যের আন্ডার সেক্রেটারি অমৃক সিংহ জানিয়েছেন, আপাতত নীরজের দায়িত্ব সামলাবেন উধমপুরেরর অতিরিক্ত ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আনন্দ শর্মা।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে