মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০১:০৯:৪৬

সবথেকে কম দামে বাজারে আইফোন!

সবথেকে কম দামে বাজারে আইফোন!

আন্তর্জাতিক ডেস্ক : যাদের কাছে আইফোন স্বপ্নের মতো ছিল শুধুমাত্র দামের কারণে, তাদের জন্য সুখবর। এবার আইফোন আরও কাছের। সবথেকে কম দামে এবার আইফোন। অ্যাপেলের আইফোনের মধ্যে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে আইফোন এসই। জানেন কত দাম? খবর জিনিউজের।

আইফোন এসই মডেলটি পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। এর দাম আসলে ২২ হাজার ৯৯০ টাকা। এর উপর সংস্থার ৩ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। মডেলটি পাওয়া যাবে পেটিএমে। যদিও পেটিএমে আইফোন এসই –র দাম ছিল ২৭ হাজার ২০০ টাকা।

এই মডেলের উপর ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে পেটিএম। এরই সঙ্গে সংস্থার ৩ হাজার টাকা ক্যাশব্যাক। সংস্থার দেওয়া ক্যাশব্যাক পেতেহলে আপনাকে একটি কুপন কোড দিতে হবে। তাছাড়া ক্যাশ অন ডেলিভারীতে ফোনটি আপনি পাবেন না।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে