রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৩:২৭:২৪

১৩টি বোয়িং ৭৩৭ বিমান কিনেছে ইরানের কয়েকটি এয়ারলাইন্স

১৩টি বোয়িং ৭৩৭ বিমান কিনেছে ইরানের কয়েকটি এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স ১৩টি বোয়িং ৭৩৭ বিমান কিনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে আজ (রোববার) এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। ইউরোপের একটি দেশের কাছ থেকে পুরনো ৭৩৭-৪০০ মডেলের বিমানগুলো কিনেছে ইরানের বিমান সংস্থাগুলো। ১৩টি বিমানের মধ্যে আটটি কিনেছে ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নাসিম এয়ার। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহান-ভিত্তিক এ বিমান সংস্থার জন্য আগামীকাল (সোমবার) রাতে দু’টি বিমান ইউরোপ থেকে ইরানে পৌঁছাবে। এ ছাড়া, ইরানের কাস্পিয়ান এয়ারলাইন্স কিনেছে তিনটি এবং আসমান এয়ারলাইন্স কিনেছে দু’টি বোয়িং যাত্রীবাহী বিমান। ১৫০ আসনের স্বল্প থেকে মাঝারি পাল্লার এসব বিমানের বয়স ১৫ বছরের বেশি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা বলেছেন, বিমান পরিবহণ শিল্পে এসব আকাশযানের বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি বলেছেন, একটি বিমান পরিচালনার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে এর যন্ত্রাংশ সংগ্রহ করা। নিয়মিত পুরনো যন্ত্রাংশ পাল্টে নতুনটি লাগিয়ে নিলে বিমানের বয়স কোনো সমস্যাই তৈরি করে না। বিমানের প্রস্তুতকারক কোম্পানি এর যন্ত্রাংশ সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিশ্রুতি পাওয়ার পরই বিমানগুলো কেনা হয়েছে বলে তিনি জানান।-রেডিও তেহরান ১লা নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে