রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৪:০৩:৩৪

‘আফগানিস্তানের বর্তমান যুদ্ধ তালেবানর সঙ্গে নয় বরং পাকিস্তানের সঙ্গে চলছে’

‘আফগানিস্তানের বর্তমান যুদ্ধ তালেবানর সঙ্গে নয় বরং পাকিস্তানের সঙ্গে চলছে’

আন্তর্জাতিক ডেস্ক: আফগান প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি আহমদ জিয়া মাসুদ বলেছেন, সেদেশে সংঘটিত বর্তমান যুদ্ধ তালেবানের সঙ্গে নয় বরং পাকিস্তানের সঙ্গে চলছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আহমদ জিয়া মাসুদ কাবুলে সাংবাদিকদেরকে তালেবানের প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন, আফগানিস্তানে শান্তি আলোচনা পাকিস্তানের জন্যও কল্যাণকর। তিনি আরো বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনায় কোনো লাভ হবে না। কারণ পাকিস্তান যতদিন পর্যন্ত তার লক্ষ্য অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত তালেবানের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে এবং যুদ্ধ থামবে না। আফগান প্রেসিডেন্টের এ প্রতিনিধি আরো বলেছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই যতদিন সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে ততদিন সংঘাতও চলতে থাকবে। আফগান সরকার বহুবার বলেছেন, শান্তি দরজাগুলো প্রতিপক্ষের সামনে খোলা রয়েছে। দেশটির কর্মকর্তারা সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন।-রেডিও তেহরান ১লা নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে