আন্তর্জাতিক ডেস্ক: ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান সেনাবাহিনী, সেনা ছাউনি লক্ষ্য করে হামলা করলো পাকিস্তান সেনা।
রবিবার সন্ধ্যা থেকে লাগাতার উরি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং শুরু করে পাকিস্তান সেনাবাহিনী।এরপর গভীর রাতে রাজৌরি সেক্টরে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং শুরু করে পাকিস্তান।
যদিও প্রতি ক্ষেত্রে ভারতীয় সেনা কড়া ভাষায় পাকিস্তান সেনাবাহিনীকে জবাব দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় সীমান্ত জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। সেনাকে অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি উপত্যকাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।-কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে