আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বুরকিনা -ফাসো শহরের আজিজ ইস্তাম্বুল হোটেলে জিহাদি হানা৷ হঠাৎ করে রেস্তোরার মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে তাকে জঙ্গিরা৷
ঘটনাস্থলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের, জখম পঞ্চাশের উপরে৷ ঘটনার পিছনে আইএস যোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, বাড়িটির দুটি তলাতেই হামলা চালান হয়েছে৷
আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে৷ তাদের অবস্থা আশঙ্কা জনক৷ হামলার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে