এবার ধেয়ে আসছে ‘চাপালা’
আন্তর্জাতিক ডেস্ক : এবার ইয়েমেন উপকূলের দিকে ধেয়ে আসছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী মৌসুমী ঝড় ‘চাপালা’। আগামীকাল সোমবার এটি ইয়েমেন উপকূলে আঘাত হানতে পারে।
এ তথ্য জানিয়েছে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। গত শুক্রবার রাতেই ক্যাটাগরি-৪ ঝড়ে রুপান্তরিত হওয়া ‘চাপালা’ দ্রুতই শক্তি সঞ্চয় করছে। ঘণ্টায় ১৩০ মাইল বেগে এগুচ্ছে এটি।
উপগ্রহ চিত্রে দেখা যায়, ‘চাপালা’র চোখ ৯ মাইল বিস্তৃত, যা অক্টোবরের শেষে প্রশান্ত মহাসাগরে তৈরি হারিকেন ‘প্যাট্রিসিয়া’র কাছাকাছি।
দেশটির আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ভারীবর্ষণ, ভূমিধসসহ ঘণ্টায় ২০০ কি. মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ইয়েমেন উপকূল অতিক্রম করবে ‘চাপালা’।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�