রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৯:১৭:১৪

শীর্ষে আমেরিকা, ৭ নম্বরে ভারত

শীর্ষে আমেরিকা, ৭ নম্বরে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ব্র্যান্ডের তালিকায় এক ধাপ উপরে উঠে সাত নম্বরে জায়গা করে নিল ভারত। এ দেশের ব্র্যান্ড ভ্যালু ৩২% বেড়ে হয়েছে ২.১ বিলিয়ন ডলার। ব্র্যান্ড ফিনান্সের তৈরি করা এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। খবর এই সময়। খবরে বলা হয়, ১৯.৭ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে থেকে আমেরিকা এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন আর জার্মানি রয়েছে তৃতীয় স্থানে। তালিকায় চারে ব্রিটেন, পাঁচে জাপান ও ছয় নম্বরে রয়েছে ফ্রান্সের নাম। এবছর এক ধাপ উঠে সপ্তম স্তানে জায়গা করেছে নিয়েছে ভারত। ব্র্যান্ড ভ্যালু ভারত যতটা বাড়িয়েছে (৩২%) শীর্ষ ২০টি দেশের কোনওটিই ততটা বাড়াতে পারেনি। প্রত্যেক দেশে সমস্ত ব্র্যান্ডের বিক্রির পাঁচ বছরের পূর্বাভাসের ভিত্তিতেই প্রত্যেক দেশের ব্র্যান্ড ভ্যালুয়েশন নির্ধারিত হয়। ইনক্রেডিবল ইন্ডিয়া স্লোগান ভারতের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বেশ কার্যকরী হয়েছে বলে ব্র্যান্ড ফিনান্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে জার্মানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেচে ফোকসভাগেন ও অধ্যায়। ব্রিক দেশগুলির মধ্যে (ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা) একমাত্র ভারতই এ বছর নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সক্ষম হয়েছে। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে