আন্তর্জাতিক ডেস্ক : ফের শান্তির বার্তা দিলেন দালাই লামা। ভারত এবং চীন যেন পরস্পরের সঙ্গে যুদ্ধে না জড়ায়, কারণ সে যুদ্ধে কোনও পক্ষই জিততে পারবে না। পরিনাম হবে ভয়াবহ। সতর্কবার্তা দিলেন শীর্ষ বৌদ্ধ ধর্মগুরু।
সোমবার মুম্বাইয়ের এক কর্মসূচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন দলাই লামা। পরস্পরের প্রতিবেশী হিসাবে মিলেমিশে থাকতে হবে দুই বৃহত্ শক্তিকে, পরামর্শ বৌদ্ধ ধর্মগুরুর। এ দিন আবার তিনি মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো স্লোগান- 'হিন্দি-চিনি ভাই ভাই'। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই ভারত এবং চীনের সামনে একমাত্র পথ, মত দালাই লামার।
''বর্তমানে সীমান্তের যা পরিস্থিতি, তাতে ভারত বা চীন, কেউই কাউকে হারাতে পারবে না। দুই দেশই সামরিক ভাবে শক্তিশালী।'' মন্তব্য দালাই লামার। সীমান্তে ছোটখাট ঘটনা ঘটতেই পারে, হয়তো গোলাগুলিও চলতে পারে, কিন্তু তার জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত হবে না এই দুই বৃহত্ শক্তির। এমনই পরামর্শ তিব্বতি ধর্মগুরুর।
চীন-ভারত সম্পর্কের উন্নতি ঘটানো যায় কোন পথে, সে প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন দালাই লামা। ধর্মের বন্ধনেই এই দুই দেশ পরস্পরের সঙ্গে আবদ্ধ বলে বৌদ্ধ ধর্মগুরুর মত। দালাই লামার কথায়, ''আমাদের বুঝতে হবে যে চীনের বৌদ্ধরা আসলে সেই ভারতীয় বৌদ্ধ ধর্মকেই অনুসরণ করছেন, যে ধর্ম নালন্দা থেকে এবং সংস্কৃত থেকে এসেছে।''
দালাই লামা বলেন, ''ভারতের উচিত চীনের মানুষের জন্য তীর্থযাত্রার ব্যবস্থা করা। তারা বুদ্ধগয়ায় আসতে পারেন এবং মানসিক ভাবে ভারতের আরও কাছাকাছি আসতে পারেন।'' তিব্বতি ধর্মগুরু এ দিন মনে করিয়ে দিয়েছেন, চীন কমিউনিস্ট দেশ ঠিকই। কিন্তু সেখানে বৌদ্ধ ধর্মের প্রসারও নেহাত্ কম নয়।
এমটিনিউজ/এসএস