আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার বদল হলেও ভারত বিদ্বেষে কোনোপ্রকার বদল দেখা গেল না পাকিস্তানের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেনা ছকেই ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি।
সোমবার নিজেদের ৭১ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করে পাকিস্তান। সেই অনুষ্ঠানে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং কাশ্মীরের অচলাবস্থার জন্য দিল্লিকেই দায়ী করেছেন শাহিদ খাকন আব্বাসি।
তিনি বলেন, “সার্বভৌমত্ব বজায় রেখে সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের সরকার অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করতে বদ্ধপরিকর। কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সেই শান্তির পথে প্রধান বাধা হয়ে উঠেছে ভারতের আগ্রাসী মনোভাব।”
পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং। চিনের তরফে বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পাশে থাকার বার্তা নিয়ে এসেছিলেন তিনি।
চিনের উপ-প্রধানমন্ত্রী বলেন, “কঠিন সময়ে পাকিস্তান এবং চীন পরস্পরের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে বলে জানান ওয়াং ইয়াং।” --কলতাকা২৪
এমটিনিউজ২৪/এম.জে