রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১০:৪৬:৪৪

এক টাকা ভিক্ষা চাওয়ায় লাথি মারলেন মন্ত্রী!

  এক টাকা ভিক্ষা চাওয়ায় লাথি মারলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র একটি টাকা ভিক্ষা চেয়েছিল বালকটি। এ জন্য লাথি মেরে বিতর্কে জড়ালেন ভারতের মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কুসুম মেহেদেলে। মন্ত্রীর পা না ছাড়ায় বালককে পেটালেন নিরাপত্তারক্ষীরা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব একাধিক সংগঠন। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও মুখে কুলুপ মন্ত্রী ও তার দলের। ভিক্ষা চেয়ে জুটল মন্ত্রীর লাথি! তবে এখানেই শেষ নয় মন্ত্রীর পা না ছাড়ায় ১৪ বছরের কিশোরকে বেধড়ক পেটালোর ঘটনায় গা শিউরে ওঠার মতো। আবারো বিতর্কে শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভার সদস্য কুসুম মেহদেলে। রোববার ছিল মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস। পান্না এলাকার একটি বাসস্ট্যান্ডে স্বচ্ছতা অভিযান পরিদর্শনে যান বিজেপি শাসিত মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কুসুম মেহেদেলে। অভিযোগ, অনুষ্ঠান শেষে কুসুম যখন গাড়িতে উঠতে যাবেন, সেইসময় ১৪ বছরের ওই কিশোর মন্ত্রীর পা ধরে ভিক্ষা চায়। এরপরই বালককে সামনে থেকে সরাতে লাথি মারেন প্রবীণ এই মন্ত্রী। তাতেও কাজ না হওয়ায় আসরে নামেন মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। প্রথমে মার, পরে ওই বালককে টেনে হিঁচড়ে সরিয়ে ভিভিআইপিকে গাড়িতে তুলে দেন তারা। ঘটনায় স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। যদিও কোনো হেলদোলই ছিল না মধ্যপ্রদেশের এই মন্ত্রীর। সাংবাদিকদের এড়িয়ে সটান গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি। এ ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। মুখে কুলুপ এঁটেছে তার দল বিজেপিও। মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর লাথি মারার এ ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। কুসুম মেহদেলের পদত্যাগের দাবিতে সরব একাধিক মানবাধিকার সংগঠন। যদিও এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের কীর্তির জেরে শিরোনামে এসেছেন শিবরাজ সিংহ চৌহানের এই মন্ত্রী। কখনো পশুখামারে মশার কামড়ের জেরে কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন, কখনো বাঘ, সিংহের মতো প্রাণীকে গৃহপালিত করার কথা বলে বন দফতরকে আইন আনার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছেন। এবার আর পশু নয়, এক টাকা ভিক্ষা চাওয়ার অপরাধে ১৪ বছরের কিশোরকে লাথি মেরে ফের বিতর্কে এলেন! ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে