মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৪:০৩:৫৫

বয়স মাত্র ১০ বছর, এই বয়সেই ছেলেটি ধরে ফেলল বিশাল এক কার্প

বয়স মাত্র ১০ বছর, এই বয়সেই ছেলেটি ধরে ফেলল বিশাল এক কার্প

আন্তর্জাতিক ডেস্ক:  বয়স মাত্র ১০ এর কোঠায় শিশুটির। এরই মধ্যে ছিপ দিয়ে ধরে ফেলেছে ১৫ কেজি ওজনের বিশাল এক কার্প। নিউ ইয়র্কের চেজ স্টোকসের মাছটি ভারমন্টে রেকর্ড গড়ে ফেলেছে।  

চেজ ওটাকে ধরেই বুঝতে পেরেছিল যে একটা রেকর্ড গড়তে চলেছে। দ্য রুটল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, মাছটির ওজন ঠিক ঠিক ১৫.০৮ কেজি বা ৩৩.২৫ পাউন্ড। নিউ ইয়র্কের বেইট অ্যান্ড ট্যাকল-এ ওটাকে ওজন করকা হয়।

দ্য ভারমন্ট ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট এটাকে অফিসিয়াল রেকর্ড হিসাবে ধারণ করেছে। গতবারের রেকর্ড গড়া মাছের চাইতে এটি সিকি পাউন্ড বেশি ওজনের।  স্টোকস সবে ১১-তে পা রেখেছে। জানায়, কার্প মাছ তার খুবই ভালো লাগে। কারণ এটি খুঁজে পাওয়া বেশ কঠিন।

মাছ ধরার ব্যাপক নেশা তার। ভারমন্ট ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের শন গুড ইতিমধ্যে স্টোকসকে 'মাছ ধরার পাগল' বলে আখ্যায়িত করেছৈন। এর আগেও ভারমন্টস মাস্টার অ্যাংলার প্রগ্রাম'-এ স্টোকস সবচেয়ে বেশি পুরস্কার বাগিয়ে নেয়। --এমিরেটস

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে