মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৭:০৫:২১

ভারতে স্বাধীনতা দিবস উদযাপন শেষ করে বাড়ি ফেরার পথে কিশোরীকে শ্লীলতাহানি

ভারতে স্বাধীনতা দিবস উদযাপন শেষ করে বাড়ি ফেরার পথে কিশোরীকে শ্লীলতাহানি

আন্তর্জাতিক ডেস্ক: গোটা ভারতে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতা পাওয়ার ৭০ বছর পরেও কী ভারতের প্রত্যেকটি মহিলা স্বাধীনতা পেয়েছে?

আজও তো নিত্যদিন শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায়য় ঘোরাফেরা করছে সে প্রশ্নই। আর তাতে যেন ইন্ধন জোগাল মঙ্গলবারের একটি ঘটনা। স্কুল থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হতে হল চণ্ডীগড়ের ১২ বছরের এক স্কুল ছাত্রীকে।

জানা গিয়েছে, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে চণ্ডীগড়ের একটি সরকারি স্কুলে সকাল থেকেই অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। সেখানেই অংশ নিয়েছিল নির্যাতিতা ছাত্রীটি। কিন্তু ফেরার পথে বাড়ির সামনেই একটি পার্কে এক ব্যক্তি শ্লীলতাহানি করে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর। তাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।  

বাড়ি ফিরেই সে গোটা ঘটনার কথা মা-বাবাকে জানালে, সময় নষ্ট না করে তাঁরা পুলিশে খবর দেন। এরপরই ঘটনাস্থলে আসে পুলিশ। ঘিরে ফেলা হয় পার্কটি। তবে তার আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পার্শ্ববর্তী একটি মাঠে পুলিশের প্যারেড চলছিল। খবর পেয়ে সেখান থেকে চলে আসেন উচ্চপদস্থ আধিকারিকরা। ওই নির্যাতিতা ছাত্রীকে প্রথমে ঘটনাস্থলে ও পরে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

১২ বছর বয়সি নির্যাতিতা ছাত্রীর পরিবার বেশ দুঃস্থ। তার বাবা বাগান দেখাশোনার কাজ করেন। ইতিমধ্যে পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শিশুদের খেলার জন্য তৈরি পার্কটিতে কী করে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে পার্কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে