বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৪:২২:২১

মাটি খুঁড়তেই অসংখ্য হাড়গোড়! এলাকায় ছড়াল উত্তেজনা

মাটি খুঁড়তেই অসংখ্য হাড়গোড়! এলাকায় ছড়াল উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক : মাটি খুঁড়তেই মিলল সার দিয়ে রাখা মাটির কলসি। আর তাতেই ভরা রয়েছে অসংখ্য হাড়গোড়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামে।

স্থানীয় গৌতম পাল নিজের বাড়ির উঠোনে দেওয়াল তৈরির জন্য মাটি খোঁড়ার সময় মাটির তলায় ওই কলসিগুলি দেখতে পান। তিনটি কলসির ভেতরেই হাড়গোড় দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি।

এরপরই সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাড়গুলি মানুষের কি না তা জানার জন্য ফরেনসিক পরীক্ষা করা হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে