সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৭:৪৬:২৩

নির্বাচনে এরদোগানের একেপির নিরঙ্কুশ বিজয়

নির্বাচনে এরদোগানের একেপির নিরঙ্কুশ বিজয়

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এরদোগানের ইসলামী উদারপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। পার্লামেন্টের ৫৫০টি আসনের মধ্যে দলটি পেয়েছে ৩১৬টি আসন। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭৬টি আসন। নির্বাচনে ৮৬.২৬ শতাংশ ভোট পড়েছে। খবর, ডেইলি সাবাহ ও আলজাজিরা। রোববার তুরস্কের ২৬তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ৮১টি প্রদেশের ৮৫টি নির্বাচনী জেলায় স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে গৃহীত ভোটের মধ্যে ৪৯.৪৮ ভাগ ভোট পেয়ে ৩১৬ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন একে পার্টি। অন্যদিকে বিরোধী দল ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পার্টি সিএইচপি ২৫.৪ ভাগ ভোট পেয়ে ১৩৪টি আসন পেয়েছে। ডানপন্থী জাতীয়তাবাদী দল এমএইচপি ১১.৯৭ ভোট পেয়ে ৪২টি আসন পেয়েছে।বামপন্থী কুর্দি জনগণতান্ত্রিক দল এইচডিপি ১০.৭ ভাগ ভোট পেয়ে ৫৯ আসনে জয় পেয়েছে। তুরস্কে গত পাঁচ মাসের মধ্যে এটি দ্বিতীয় নির্বাচন।গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে একেপি পেয়েছিল ২৫৮টি আসন।এককভাবে সরকার গঠনের মতো আসন না পাওয়ায় কোয়ালিশন সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়।কিন্তু তাতে সফলতা না আসায় প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচন দেন। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে