আন্তর্জাতিক ডেস্ক : আন্দামান ও নিকোবরে যারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, সেইসব যাত্রীদের জন্য দুঃসংবাদ। আপাতত বিমান পথে আন্দামান দ্বীপপুঞ্জে যাওয়া যাবে না। কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের বিমান পরিষেবা।
জানা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। আর সেই কারণেই বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই ফাটল ঠিক করার কাজ শুরু হয়ে গিয়েছে।
যত দ্রুত সম্ভব মেরামতি শেষ করে পরিষেবা চালু করা হবে। কিন্তু ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে আকাশপথে আন্দামানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হল ভারতেরও।
ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ যাওয়ার দুটিই রাস্তা। আকাশপথ ও জলপথ। বিমানপথের ক্ষেত্রে রাজধানী শহর পোর্ট ব্লেয়ারেই এসে নামেন যাত্রীরা। সময়ও অনেকটা কম লাগে। আর জলপথে অর্থাৎ জাহাজে সময় অনেকখানিই বেশি লাগে।
বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত জলপথেই পৌঁছাতে হবে যাত্রীদের। যা সময়সাপেক্ষ। ফলে যারা কাজের সূত্রে আন্দামান-নিকোবরে যান, তারা রীতিমতো বিপাকে পড়েছেন। তাছাড়া ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা আন্দামান। কিন্তু বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় তারাও সমস্যায় পড়েছেন। একইভাবে যারা এখন আন্দামানে রয়েছেন, তারাও বিমানে ফিরতে পারছেন না।
এমটিনিউজ/এসএস