আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালেই ভারত থেকে ভারতীয় বিজেপি পার্টির বিদায় ঘটবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।। তিনি বলেন, ২০১৯ সালেই ভারতের কেন্দ্রে সরকার পরিবর্তন হবে।
তার অভিমত বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে এখনও কোন ‘ফ্রন্ট’ গঠন হয়নি ঠিকই তবে তারা প্রত্যেকেই একটি মঞ্চে হাজির হয়েছে।
শুক্রবার কলকাতায় ‘রাইজিং বেঙ্গল ২০১৭’ এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন ‘২০১৯ সালেই কেন্দ্রে সরকার পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা এর জন্য অপেক্ষা করছি। এখনও কোন বিরোধী ফ্রন্ট গড়ে না উঠলেও তারা একটি মঞ্চে উপস্থিত হয়েছে এবং কাজও শুরু হয়েছে। আগামী ছয় মাস অপেক্ষা করুন তবেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে’।
মমতা আরও জানান ‘এখনই হয়তো বিরোধী রাজনৈতিক দলের নেতারা এনিয়ে কথা বলবেন না। কারণ তাহলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি ওইসব বিরোধী নেতাদের ভয় দেখাতে শুরু করবে’।
এমটিনিউজ/এসবি