শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ০৮:৪৫:০৭

জনসমক্ষে চুল ধরে এক নারীকে থাপ্পড় মেরেছে পুলিশ

জনসমক্ষে চুল ধরে এক নারীকে থাপ্পড় মেরেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাস্তায় দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার দায়ে জনসমক্ষে এক নারীকে থাপ্পড় মেরেছে পুলিশ। সম্প্রতি বিহারের নালন্দা জেলায় এ কাণ্ড ঘটিয়েছেন জেলার স্পেশাল পুলিশের এক কর্মকর্তা।

নালন্দার এনএইচ ১১০ এলাকায় জনসমক্ষে রাস্তায় নারী নির্যাতনের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ওই স্পেশাল পুলিশ অফিসার এক নারীকে চুল ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মারছেন। কারণ ওই নারী মুঠোফোনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন।

তবে এ ঘটনায় পরে ঊচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। পাশপাশি তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। সূত্র : ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে