শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ১১:১৭:২০

সুপার মার্কেটে শক্তিশালী বিস্ফোরণ, জোর তল্লাশি চলছে

 সুপার মার্কেটে শক্তিশালী বিস্ফোরণ, জোর তল্লাশি চলছে

আন্তর্জাতিক ডেস্ক: এবার দার্জিলিংয়ের সুপার মার্কেট এলাকা কেঁপে উঠল শক্তিশালী বিস্ফোরণে। ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও জানতে পারেনি পুলিশ। শুরু হয়েছে জোর তল্লাশি।

এদিন দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, রাত ১২টা ১৫ মিনিট নাগাদ দার্জিলিংয়ের পুরনো সুপার মার্কেট টাউন এলাকায় শক্তিশালী বিস্ফোরণ হয়। কেউ হতাহত না হলেও ১২টি দোকান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই বিস্ফোরণের কারণ কি, কারা এর পিছনে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।তবে সন্দেহের তির আরও একবার সেই মোর্চার দিকেই। কারণ পাহাড়ে নতুন করে শুরু হওয়া গোর্খা আন্দোলনের পর থেকে একের পর এক জঙ্গিবৃত্তি আচরন করেছে তাঁরা। গাড়ি থেকে সরকারি দফতর পড়ানোর একের পর এক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

দার্জিলিং শহরের একেবারে কেন্দ্রস্থলে পুরনো সুপার মার্কেট এলাকায় এমন বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন তাঁরা। রাতে হওয়ায় সেভাবে কারও প্রাণহানি হয়নি। তবে দিনের ব্যস্ত সময়ে হলে অনেকের প্রাণহানির আশঙ্কা ছিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে