শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪৮:০৮

বার্সেলোনায় জঙ্গি হামলার সময় ফ্রিজে লুকিয়েছিলেন এই অভিনেত্রী

বার্সেলোনায় জঙ্গি হামলার সময় ফ্রিজে লুকিয়েছিলেন এই অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক:  লায়লা রৌয়াস নামে বছর ৪৬ এর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ টিভি অভিনেত্রী নিজেকে বাঁচাতে বার্সেলোনায় জঙ্গি হামলার সময়ে রেস্তরাঁর ফ্রিজারের মধ্যে লুকিয়ে ছিলেন।

লাস রামব্লাস এলাকায় নিজের দশ বছরের মেয়ে ইনেজ খানকে সঙ্গে নিয়ে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকেই জঙ্গি হামলার সময়ে লাইভ টুইট আপডেট করছিলেন তিনি। রেস্তরাঁর ফ্রিজারের ভিতরে বসেই তিনি টুইটে জঙ্গি হামলার খবর দেন।

তিনি দেখেন, একটি সাদা রঙের ভ্যান এসে পিষে দিল অনেকজনকে। ঘটনায় ১৪ জন মারা গিয়েছে ও আহত শতাধিক মানুষ। রৌয়াস ব্রিটিশ টেলিভিশনের পরিচিত মুখ। তিনি 'ফুটবলারর্স ওয়াইভস' ও 'হলবি সিটি' নামে বেশ কিছু অনুষ্ঠানে মুখ দেখিয়েছেন।

১৯৯০ সালে ভারতে চ্যানেল ভি-তে তিনি ভিডিও জকি হিসাবে কেরিয়ার শুরু করেন। পরে লন্ডনে চলে যান। অভিনেত্রী রৌয়াসের মা ভারতীয় ও বাবা মরক্কোর বাসিন্দা। তবে তিনি ব্রিটিশ স্নুকার খেলায়াড় রনি ও'সুলিভনকে বিয়ে করেছেন। লাস রামব্লাসে হামলাস্থল থেকেই তিনি টুইট করে ঘটনাটি সকলকে জানান।

বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় একটি সাদা ভ্যান লাস রামব্লাস এলাকায় ঢুকে বহু মানুষকে পিষে মারে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ। সবমিলিয়ে মোট ৩৪টি দেশের নাগরিকের হতাহতের খবর রয়েছে।

যার মধ্যে ফ্রান্স, জার্মানি, পাকিস্তান ও ফিলিপিন্সের নাগরিকেরা রয়েছেন। এই ঘটনায় আইএসআইএস দায় স্বীকার করেছে। --ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে