আন্তর্জাতিক ডেস্ক: চারদিকে শুধু পানি। সব হারানোর যন্ত্রণা। এই ঘটনায় বাগরুদ্ধ হয়ে গেছে সবাই।
পানিতে প্রিয় জামাটা ভেসে যাচ্ছে। তাই আর দাঁড়িয়ে থাকতে পারেনি আড়াই বছরের শিশুটি। নেমে পড়েছিল পানিতে। এরপর স্রোতে তলিয়ে যায় সে।
পানির তোড়ে কতই না ক্ষতি হয়, কতই না ঘর ভাঙে! কিন্তু এবার পানির তোড় হৃদয় ভেঙে দিয়েছে মালদার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের। ছোট্ট শিশুর মর্মান্তির মৃত্যুতে শোকে পাথর গোটা গ্রাম।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস