শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ০৭:৫৭:৪৩

পরমাণু বিষ্ফোরণ ঘটিয়ে সমস্ত মার্কিনিকে মেরে ফেলবেন ট্রাম্প: মাইকেল মুর

পরমাণু বিষ্ফোরণ ঘটিয়ে সমস্ত মার্কিনিকে মেরে ফেলবেন ট্রাম্প: মাইকেল মুর

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু বিষ্ফোরণে মৃত্যু হবে সমস্ত মার্কিনি নাগরিকের৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু বিষ্ফোরণ ঘটিয়ে সব মার্কিনি নাগরিককে মেরে ফেলবে ট্রাম্প৷ এমনই এক হুঁশিয়ারি দিলেন মার্কিন দেশের বিখ্যাত ডকুমেন্টেশন নির্মাতা মাইকেল মুর৷ আন্তর্জাতিক সংস্থাকে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি৷

একইসঙ্গে তিনি এও বলেন, ট্রাম্পকে কার্যত তিনি ঘৃণা করেন৷ একইসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থা সম্পর্কেও তুলোধনা করেন৷ তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই বিষয়টি নিয়ে বেড়ে ওঠা সমস্যা সমাধানের কথাও তিনি বলেন৷ এই সমস্যা সমাধান করতে প্রতিটি মার্কিন নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, ট্রাম্পের কাছে রয়েছে নিউক্লিয়ার কোড৷ যার জেরে এই ধ্বংসলীলা চালাতে সক্ষম ট্রাম্প৷ তবে, মুর ট্রাম্পের উপরে সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে ফেললেও তিনি আশাবাদী পেন্টাগনের উপরে৷ তিনি জানিয়েছেন, পেন্টাগনের কেউ মার্কিন নাগরিকদের রক্ষা করবে৷

অপরদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং আমেরিকাকে প্রায়ই পরমাণু হামলায় উড়িয়ে দেয়ার হুমকি দেয়৷ এই বিষয়টির বিরোধিতা করে পাল্টা হুমকি দেন ট্রাম্প৷ তিনি সরাসরি জানিয়েছেন, উত্তর কোরিয়ার তরফে যদি আরও হুঁশিয়ারি দেওয়া হয়৷ তাহলে মারাত্মক পরমাণু বিষ্ফোরণের সাক্ষী থাকবে উত্তর কোরিয়া৷ যা এর আগে দেখেনি গোটা বিশ্ব৷
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে