সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৫:৪২:৪৬

এবার যাত্রীবাহী বিমান তৈরি করলো চীন

এবার যাত্রীবাহী বিমান তৈরি করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিমান পরিবহণের বাজার ধরতে এবার বিমান তৈরি করে ফেলল চীন। বোয়িং-এয়ারবাসকে টক্কর দিতে সম্পূর্ণ দেশিয় সংস্থার তৈরি চীনের প্রথম যাত্রীবাহী বিমান প্রকাশ্যে আনা হল সাংহাইতে। প্রায় ৪,০০০ সরকারি কর্মীর উপস্থিতিতে পর্দা উঠল সি-৯১৯-এর। সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চীনের তৈরি প্রথম বিমান প্রকাশ্যে আনল চীনা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন। সোমবার এই অনুষ্ঠানে প্রায় ৪,০০০ সরকারি কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট্য অতিথিরা। একটি ট্রাক টেনে নিয়ে আসে দুটি ইঞ্জিনবিশিষ্ট্য ১৫৮ আসনের বিমান সি-৯১৯কে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের কাছে ৫১৭টি বিমান তৈরির বরাত দিয়েছেন ২১ জন গ্রাহক। চীনে বিমান পরিবহণের বাজার দ্রুত হারে চড়লেও, এতদিন সম্পূর্ণ ভরসা করে থাকতে হত প্লেন প্রস্তুতকারক সংস্থা বোয়িং ও এয়ারবাসের দিকে। এই অবস্থায় যে অর্থ বিদেশি সরবরাহকারীরা নিয়ে চলে যাচ্ছিল, তা দেশেই বাঁচিয়ে রাখতে বিমান তৈরির এই সহস্র কোটির প্রকল্প হাতে নিয়েছিলেন শাসক কমিউনিস্টরা। ২০০৮ সালে শুরু হয়েছিল সি-৯১৯ তৈরির কাজ। ২০১৪-এ প্রথম উড়ানের টার্গেট নেওয়া হলেও, পরে তা পিছিয়ে দেওয়া হয়। সামনের বছর অর্থাত্‍‌ ২০১৬ সালে প্রথম বারের মতো আকাশে উড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর পুরো পরিষেবা শুরু হওয়ার কথা ২০১৯ থেকে।-এই সময়। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে