সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৮:২০:০০

ভোট দিতে পেরে বেজায় খুশি বিশ্বের লম্বা মেয়েটি

ভোট দিতে পেরে বেজায় খুশি বিশ্বের লম্বা মেয়েটি

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত নির্বাচনে ভোট দিতে পেরে বেজায় খুশি বিশ্বের সবচেয়ে লম্বা মেয়েটি। তরুণী রুমেসা গেলগির কথা। গিনেস বুকে নামও উঠে গেছে ২০১৪ সালেই। রুমেসা গেলগি উচ্চতায় ৭ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা তরুণী তিনি। তুরস্কের বাসিন্দা গেলগি। রোববার দেশটিতে ২৬তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবারের মত ভোট দেন তিনি। এর আগে চলতি বছরের জুনে দেশটিতে প্রথম নির্বাচনে ভোট দিতে পারেননি ১৮ বছর বয়সী এ তরুণী। কারণ তিনি ওয়েভার সিনড্রোমে ভুগছেন। জেনেটিক ডিসওর্ডারের কারণে এমনটাই হয়। এর ফলে দ্রুত শারীরিক বৃদ্ধি হয়। তাই গেলগি দোতলার বেশি যেতে পারেন না। গত ৭ জুনের নির্বাচনের সময় এ কথা কর্তৃপক্ষকে জানানো হয়নি। তাই তার ভোট দেয়ার ব্যবস্থাও করা হয়নি। কিন্তু এবার গেলগির পরিবার স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। তাতে ভোটও দিতে পারেন গেলগি। ভোট দেয়ার পর গেলগি সাংবাদিকদের জানান, ভোট দিতে পেরে আমার খুশি লাগছে। মনে হচ্ছে, বড় একটি দায়িত্ব পালন করলাম। সূত্র : ডেইলি সাবাহ ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে