সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১১:২১:৫৩

বিমানবন্দরে উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১২৫ কেজির বোমা

বিমানবন্দরে উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১২৫ কেজির বোমা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম জার্মানির ডর্টমুন্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা সোমবার ধ্বংস করা হল। যাত্রীর বহুল বিমানবন্দর হিসেবে এটি জার্মানির তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর। এদিন সকালে ১২৫ কিলোগ্রাম ওজনের এই বোমাটির সন্ধান মেলার পর, বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় একঘণ্টার বেশ সময় বিমান উঠানামা বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণে ৭টি প্লাইট বাতিল করতে হয়। একই কারণে আরও ৩৪ বিমান ছাড়তে দেরি হয়েছে। এই সময়ের মধ্যে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। খবর এই সময়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতে প্রধান রানওয়েতে নির্মাণকাজ চলার সময় ১২৫ কেজি ওজনের ওই বোমাটি পাওয়া যায়। পরে জানা যায়, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। কোনওভাবে বোমাটি ফেটে গিয়ে না বিপত্তি ঘটে, তার জন্য ৮মিটার গভীর গর্ত করে, সেটিকে রাখা হয়। পরে বোমা বিশেষজ্ঞরা এসে এটিকে নিষ্ক্রিয় করে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও বোমা এখানে লুকনো থাকতে পারে। আশঙ্কা দূর করতে, এ মাসেই বিমানবন্দরের আশেপাশে খোঁড়াখুঁড়ি করা হতে পারে। ২০০৯ সালে একই জায়গায় ৫০০ কেজি ওজনের একটি বোমা মিলেছিল। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে