বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৭:৫১

ফিলিপাইনে কোরবানির ঈদে জাতীয় ছুটি

ফিলিপাইনে কোরবানির ঈদে জাতীয় ছুটি

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় ছুটি ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। তিনি বলেছেন, ইসলামের দুটি মহান উৎসবের একটি হলো ঈদুল আজহা।


ঘোষণায় কোরবানির ঈদের সাথে হযরত ইব্রাহীমের (আ.) স্মৃতির কথা স্মরণ করেন বেনিগনো। সংখ্যালঘু মুসলিমদের সম্মানে জাতীয় ছুটি ঘোষণা করে ফিলিপাইন সরকার বহু দেশের জন্য নজির স্থাপন করেছেন।


ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি এবং তাদের মধ্যে ১৪ ভাগ মুসলিম। ২৫ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় এবার লম্বা ছুটি পাচ্ছেন ফিলিপিনোরা।


ফিলিপাইনের বর্তমানে প্রেসিডেন্ট দেশটির স্বাধীনকামী সশস্ত্র সংগঠন মরো মুসলিম লিবারেশন ফ্রন্টের সাথেও শান্তি চুক্তিতে উপনীত হয়েছেন- যার মাধ্যমে স্বায়ত্বশাসন পাবেন দেশটির মিন্দানাওয়ের মুসলিমরা। সূত্র: ফিলিপাইন স্টার
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে