আবারও তুরস্কের নির্বাচনে জয়ী এরদোয়ানের দল
আন্তর্জতিক ডেস্ক : তুরস্কের নির্বাচনে আবারও বিপুল পরিমান ভোটে জয় লাভ করেছে বর্তমানে ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেপেলাপমেন্ট পার্টি বা একে পার্টি।
গত রোববার দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জয়ের মুকুট ছিনিয়েনেন একে পার্টি। ফলে বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের আবারও রাষ্ট্র প্রধান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাডোলুর তথ্যমতে, প্রায় সব কেন্দ্ররে ভোট গণনা ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। একে পি পার্টি সর্বোচ্চ ৪৯.৪ শতাংশ ভোট পেয়েছে আর আসন সংখ্যা পেয়েছে মোট ৩১৬টি।
জানা যায়, এককভাবে সরকার গঠন করার জন্য একে পি পার্টির প্রয়োজন ছিল মাত্র ২৭৬টি আসন। আর একে পি পার্টির সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্টি রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি পেয়েছে ২৫.৪ শতাংশ ভোট। আসন সংখ্যার দিক থেকে যা মাত্র ১৩৪টি আসন।
তবে এখন পূর্যন্ত এই নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।নির্বাচনের মূল ফলাফল পেতে দেশটির জনগনদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এর আগে জুনে অনুষ্ঠিত নির্বাচনে আভাস পাওয়া গিয়েছিল যে, একে পার্টির জনপ্রিয়তায় ধস নামতে পারে এবং এককভাবে সরকার গঠনের যে পরিমান আসন দরকার তা না-ও পেতে পারে।
গত জুনে অনুষ্ঠিত আগাম নির্বাচনে যে আধিপত্য হারিয়েছিল জাস্টিস এন্ড ডেপেলাপমেন্ট পার্টি বা একে পি, এই নির্বাচনে তা আবারো ফিরে পেয়েছে দলটি।
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ
�