মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:৩৬:১৮

কাজাকস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

কাজাকস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জতিক ডেস্ক : গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী কাজাকস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবাইয়েভ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের মধ্য এশিয়া সফরের চার দিনের মধ্যে এটি ছিল তৃতীয় দিন। প্রেসিডেন্ট নাজারবাইয়েভ বলেছেন কাজাকস্তান এর সার্বভোমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। কেরী চাইছেন কাজাকস্তানের বিভীন্ন অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে। এছাড়া, রবিবার উজবেকিস্তানে কেরী সাবেক রুশ প্রজাতন্ত্রের আরো ৫ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই ৫টি প্রজাতন্ত্র হচ্ছে কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। ৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে