সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০২:০৫:২২

যুদ্ধ না শান্তি? অবশেষে ডোকলাম সংঘাতের সমাধান করল ভারত-চিন

যুদ্ধ না শান্তি? অবশেষে ডোকলাম সংঘাতের সমাধান করল ভারত-চিন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ না শান্তি? অবশেষে মিলেছে সমাধান সূত্র। আড়াই মাস পর ডোকলাম সংঘাতের সমাধান করল ভারত-চিন। সীমান্ত সমস্যা মেটাতে রাজি হল ভারত ও চিন।  কূটনৈতিক পর্যায়ে আলোচনার পরেই সমস্যার সমাধান হয়েছে বলে সূত্রের খবর।

বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে,দুই দেশই সেনা সরাতে রাজি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফরের আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। ‘ব্রিকস’ দেশগুলির একটি বৈঠকে যোগ দিতে কয়েক সপ্তাহ বাদেই চিনে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

কয়েক দশক পর ভারত ও চিনের মধ্যে সংঘাত এতটা চরম পর্যায়ে পৌঁছেছিল। গত ১৬ জুন থেকে ডোকলাম সীমান্তে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী। প্রত্যেক দেশের অন্তত ৩০০ সেনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিতর্কিত ওই সীমান্তে।

বারবার যুদ্ধের হুমকিও দিতে শুরু করেছিল চিন। প্রতিনিয়ত চিনা সংবাদমাধ্যমে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তবে কোনও দেশই সেনা সরাতে রাজি ছিল না। বরং ক্রমশ সেনার বহর বাড়াচ্ছিল ভারত। এর মধ্যে আবার গত ১৫ অগাস্ট লাদাখের প্যাংগং লেকে সংঘর্ষ হয় ভারত ও চিনের সেনাবাহিনীর। তবে সোমবার বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই দেশই সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে।

ডোকলাম ইস্যুতে চিনকে দায়ী করে সেনাপ্রধান বলেন, স্থিতাবস্থা বজায় না রাখার জন্য এটা চিনের একটা পদক্ষেপ।  সমস্যা মিটে গেলেও অদূর ভবিষ্যতে যে এমন ঘটনা আবারও ঘটতে পারে চিন, এমনটাও বার্তা দিয়েছেন তিনি।

সেনা জওয়ানদের সতর্ক করে বিপিন রাওয়াত বলেন, ‘হয়ত এই সমস্যা মিটে যাবে। কিন্তু তার মানে এই নয়ন যে এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। তাই সেনাবাহিনীর উদ্দেশে আমি বলব যাতে তারা সীমান্তে কড়া পাহারা বজায় রাখে।’ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে