মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০৬:৩৯:৩১

ভন্ডগুরুর মাথায় ঝুলছে আরও মহাবিপদ, জেলেও নিরাপদ নন তিনি

ভন্ডগুরুর মাথায় ঝুলছে আরও মহাবিপদ, জেলেও নিরাপদ নন তিনি

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বর ১৬। এই তারিখেই হরিয়ানার বিতর্কীত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের জীবনে বিপদ আরও ঘনাতে পারে। সম্ভ্রমহানীর মামলায় জেলে গিয়েও তার শান্তি নেই।

এই ভন্ডবাবার বিরুদ্ধে দু'টি খুনের মামলার শুনানির জন্য এই দিনটিই নির্দিষ্ট হয়েছে। সেপ্টেম্বরের ১৬ তারিখ সিবিআই এই মামলায় তাদের চূড়ান্ত সওয়াল করবে। এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে সিবিআই-এর চূড়ান্ত সওয়াল হয়ে গেলেই, সেই খুনের মামলার রায় ঘোষণা হয়ে যাবে।

দুই সাধ্বীর সম্ভ্রমহানীর ঘটনা নিয়ে খবর করে বাবার কোপে পড়েছিলেন চণ্ডীগড়ের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। ডেরার গুণ্ডাদের দিয়েই তাকে খুন করানোর অভিযোগ রয়েছে রাম রহিমের বিরুদ্ধে। রামচন্দ্রের খুনই শুধু নয়, ডেরা সচ্চা সওদার সাবেক ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের মামলাও ঝুলছে রাম রহিমের বিরুদ্ধে।

নিম্ন আদালতে সেই মামলার শুনানিও শেষ পর্যায়ে। সিবিআই মনে করছে, সম্ভ্রমহানীর মামলায় দোষী সব্যস্ত হওয়ায়, রাম রহিমের বিরুদ্ধে খুনের মামলায় তাদের ঘুঁটি সাজাতে আরও সুবিধা হবে। অভিযুক্তের পুরানো অপরাধের রেকর্ড বেশিরভাগ সময়ই অভিযুক্তের বিরুদ্ধে যায়। এ ক্ষেত্রেও তাই হবে।

উল্লেখ্য, খুনের মামলার বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতে রাম রহিম পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে ৬০টি আবেদন করেছিলেন। পরে অবশ্য সেগুলি সবই খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ ছিল, খুনের মামলার বিচার শেষ করতে হবে অক্টোবরের মধ্যে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে