মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০৮:৫৮:৫৮

রাম রহিম সিং একজন ‘বন্য জানোয়ার’ : বিচারক

রাম রহিম সিং একজন ‘বন্য জানোয়ার’ : বিচারক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালতের বিচারক জগদ্বীপ সিং দুই সাধ্বির সম্ভ্রমহানীর মামলায় সাজা প্রাপ্ত বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিংকে ‘বন্য জানোয়ার’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার হরিয়ানার সুনারিয়া কারাগারে সিবিআই’র আদালতের এই বিচারক রাম রহিম সিংকে দুই মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।

বিতর্কিত এই ধর্মগুরুকে বন্যপশুর সঙ্গে তুলনা করে রায়ে জগদ্বীপ সিং বলেন, রাম রহিম কোনো ক্ষমা পেতে পারে না। তার আস্তানায় সাধ্বীদের ওপর আক্রমণ ছিল ‘বন্য জানোয়ার’র মতো। সর্বোচ্চ শাস্তিই তার প্রাপ্য।

রাম রহিমের শিকার হওয়া নারীদের এক আইনজীবী বলেন, ৪০-৫০ জন নারী রাম রহিমের বিরুদ্ধে সম্ভ্রমহানীর অভিযোগ নিয়ে এসেছেন। তারা আদালতের কাছে এ মামলার আরো তদন্ত প্রার্থনা করবেন।

সম্ভ্রমহানীর অভিযোগ ছাড়াও রাম রহিমের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে; যার শুনানি আগামী মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিতর্কিত এই ধর্মগুরু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে