মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ১১:২২:১৭

জাপানের আকাশসীমা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার বেপরোয়া ক্ষেপণাস্ত্র হানা

জাপানের আকাশসীমা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার বেপরোয়া ক্ষেপণাস্ত্র হানা

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আরও বেপরোয়া উত্তর কোরিয়া। এ বার জাপানের আকাশসীমা লঙ্ঘন করল তারা। আজ সকালে কিম জং উনের মিসাইল হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে উড়ে যায়।

৫৫০ কিলোমিটার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি ২৭০০ কিলোমিটার পথ পাড়ি দেয় বলে জানান মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কিমের ৫ বছরের শাসনকালে এটাই পিয়ংইয়ংয়ের সবচেয়ে বেপরোয়া পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

ঘটনার পরই টোকিওর কাছ থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছেন, দেশবাসীর সুরক্ষার জন্য সবরকম পদক্ষেপে তারা তৈরি। আমেরিকার সঙ্গে হাত মেলানোর কথাও শোনা গেছে তার গলায়।

উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে একমত হয়েছেন বলে শিনজো অ্যাবে জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে